সূচক আবারও ৫ হাজার পয়েন্টের নিচে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 02:35:02

চলমান দরপতন আবারও ধসে রূপ নিয়েছে। ফলে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) প্রধান সূচক কমে আবারও ৫ হাজার পয়েন্টের নিচে চলে এসেছে। সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। আর তাতে বিনিয়োগকারীরা প্রতিদিন হাজার হাজার কোটি টাকার পুঁজি হারাচ্ছেন। যা  আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে।

ডিএসইর তথ্য মতে, ২০১৬ সালে ২০ ডিসেম্বর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছিলো ৪ হাজার ৯৩১ পয়েন্ট। আর সোমবার (২২ জুলাই) সেই সূচক সকাল ১১ টা ৪০ মিনিট পর্য‌ন্ত সময়ে আগের দিনের চেয়ে ১০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজা ৯২৬ পয়েন্ট। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ৩৬ পয়েন্ট ।

এইকই অবস্থা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)ও। সেখানে সিএসইর প্রধান সূচক কমেছে ২৯৯ পয়েন্ট। নতুন করে পুঁজিবাজারের এই ধস যেন ২০১০ সালের চেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছেন বলে মনে করছেন বিনিয়োগকারীরা। ফলে সব পুঁজি শেষ হয়ে যাবে এমন শঙ্কায় শেয়ার বিক্রির হিড়িক পড়েছে। বিনিয়োগকারীদের মধ্যে চরম হতাশা  কাজ করছে।

এ দিকে সর্বশেষ ১৫ কার্য‌দিবসে সাড়ে ২৭ লাখ বিনিয়োগকারীদের পুঁজি হাওয়া হয়েছে ৪৪ লাখ ৬ হাজার ৪৫ কোটি টাকা। এর মধ্যে ডিএসইর বিনিয়োগকারীদের পুঁজি নেই ২২ হাজার ৫০০কোটি ৯৫ লাখ ৫৫ হাজার টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বিনিয়োগকারীদের পুঁজি নেই ২২ হাজার ৭৬ কোটি ৪৯ লাখ ৭ হাজার টাকা।

এ সম্পর্কিত আরও খবর