উভয় পুঁজিবাজারে বড় দরপতন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 14:14:05

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ জুলাই) বড় ধরনের দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৯৬ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ১৮৫ পয়েন্ট।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩০৯ কোটি ৬০ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ১০ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩০ কোটি ১৩ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেন শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ২৫ পয়েন্ট। এরপর থেকে সূচক কমতে থাকে। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক নেতিবাচক হয়ে যায়। এ সময়ে সূচক কমে ১১ পয়েন্ট। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ৯ পয়েন্ট কমে যায়। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক কমে ১৭ পয়েন্ট। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ২০ পয়েন্ট কমে যায়। বেলা ১১টায় সূচক ২৮ পয়েন্ট কমে। বেলা ১২টায় সূচক ৬২ পয়েন্ট, বেলা ১টায় সূচক ৮৪ পয়েন্ট, বেলা ২টায় সূচক ৯৪ পয়েন্ট কমে এবং বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৯৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৩৩ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৯৯ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৭ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ২৭৩ এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের দাম।

রোববার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আছে-ফরচুন সু, ইউনাইটেড পাওয়ার, ফেডারেল ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ, বেক্সিমকো লিমিটেড, সি পার্ল বিচ অ্যান্ড রিসোর্ট, ঢাকা ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং প্রাইম ইন্স্যুরেন্স।

সিএসই

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১৮৭ পয়েন্ট কমে ৯ হাজার ৩৭৩ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২৪৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৭০০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩০৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪১৫ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতে সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো-সি পার্ল বিচ অ্যান্ড রিসোর্ট, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, প্রাইম ফার্স্ট আইসিবি, আইসিবি সোনালী ফার্স্ট, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল দ্বিতীয়, ভ্যানগার্ড এএমএল ব্যালেন্সড ফান্ড, এআইবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড।

এ সম্পর্কিত আরও খবর