বাসা ভাড়ার তুলনামূলক ধারণা দেবে বিপ্রপার্টির রেন্টালকাস্ট

বিবিধ, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 09:48:47

নগরজীবনে ব্যস্ততায় অফিসের শেষ করার পর বাজেটের মধ্যে বাসা খোঁজা এক বিশাল ঝক্কির কাজ। আর এই কাজকে সহজ করতে রেন্টালকাস্ট সেবা চালু করেছে দেশের রিয়েল এস্টেট মার্কেটপ্লেস বিপ্রপার্টি ডটকম।

রোববার (১৪ জুলাই) থেকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় চালু করা হয়েছে রেন্টালকাস্ট সেবা। এ সেবার আওতায় নাগরিকদের এলাকাভিত্তিক বাসা ভাড়ার ব্যাপারে ধারণা দেবে প্রতিষ্ঠানটি।

এ উদ্যোগের বিষয়ে বিপ্রপার্টির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক নসওয়ার্দি বলেন, ‘এ ধরনের উদ্যোগ বাংলাদেশে এটিই প্রথম। গ্রাহকদের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নিয়েছি এবং এ ব্যাপারে তাদের কাছ থেকে ভালো সাড়াও পাচ্ছি। এই উদ্যোগ ভবিষ্যতেও চলতে থাকবে। প্রতি সপ্তাহেই বাজার সম্পর্কে এ ধরনের নতুন নতুন তথ্য সরবরাহ করবে।’

এ সম্পর্কিত আরও খবর