খোলাবাজার থেকে আড়াই কোটি টাকার পণ্য জব্দ

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 08:28:34

খোলাবাজারে বিক্রির সময় বন্ডেড সুবিধায় আমদানি করা আড়াই কোটি টাকার পণ্যসহ পাঁচটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ সময় সিলগালা করা হয়েছে একটি গুদাম।

গোপন সংবাদের ভিত্তিতে বন্ডেড সুবিধার অপব্যবহার করে খোলাবাজারে পণ্য বিক্রির সময় চকবাজারের মোর্শেদ এন্টারপ্রাইজ নামের একটি গুদাম সিলগালা করা হয়। এছাড়া হাজারীবাগে পরিবহন ও খালাস করার সময় বন্ডেড সুবিধায় আমদানি করা পিপি দানা বোঝাই পাঁচটি কভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) দিনগত রাতে এ অভিযান চালানো হয় বলে বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকার সহকারী কমিশনার মো. আল আমিন।

তিনি বলেন, ‘বন্ড সুবিধার অপব্যবহার ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে এবং দেশি শিল্প সুরক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করছে কাস্টমস বন্ড কমিশনারেট। এরই ধারাবাহিকতায় ১১ জুলাই রাতে রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় এ দফতরের দু’টি প্রিভেন্টিভ টিম৷ পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে৷ এর মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে উপ-কমিশনার মো. মেহেবুব হকের নেতৃত্বে একটি টিম সন্ধ্যায় চকবাজারে মোর্শেদ এন্টারপ্রাইজে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটির ভেতরে গোপন গুদামে বন্ডেড সুবিধায় আমদানি করা ও অবৈধভাবে বিক্রির জন্য মজুদ করা বিপুল পরিমাণ বিওপিপি ফিল্ম ও সিপিপি ফিল্ম পাওয়া যায়৷ এসব পণ্য আমদানির সপক্ষে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বৈধ কোনো দলিলদিতে পারেনি৷ ফলে গুদামটি সিলগালা করা হয়৷ এছাড়া ১১২ রোল বিওপিপি ফিল্ম জব্দ করা হয় এ সময়৷

অন্যদিকে উপ-কমিশনার ফখরুল আমিন চৌধুরির নেতৃত্বে অপর একটি টিম শেষ রাতে হাজারীবাগ এলাকায় অভিযান চালায়৷ এ সময় বিভিন্ন পয়েন্ট থেকে বন্ডেড চোরাই পণ্য পরিবহন ও খালাসের সময় পিপি দানা বোঝাই পাঁচটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়৷

এসব পণ্য বিভিন্ন বন্ডেড প্রতিষ্ঠানের ওয়্যারহাউস থেকে অবৈধভাবে অপসারণ করে খোলাবাজারে বিক্রির জন্য পুরান ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল৷

জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলেও জানান তিনি৷ যার বিপরীতে আদায়যোগ্য শুল্ক করাদির পরিমাণ প্রায় এক কোটি ২০ লাখ টাকা৷

এসব পণ্যের বিপরীতে বিভাগীয় মামলা দায়েরসহ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বন্ডিং কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার নির্দেশনা এবং কমিশনার এস এম হুমায়ূন কবীরের নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এ সম্পর্কিত আরও খবর