পুঁজিবাজারের সূচক নিম্নমুখী

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 04:21:20

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ জুলাই) সূচক কমে লেনদেন চলছে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২২ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ১ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৮ কোটি ৭৮ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ২৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক কমে। লেনদেন শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক কমে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক কমে ২ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক কমে ৫ পয়েন্ট। এরপর থেকে সূচক এক টানা কমতে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ৫ পয়েন্ট কমে যায়। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক কমে ১০ পয়েন্ট। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ১২ পয়েন্ট কমে। বেলা ১১টায় সূচক ২২ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ২৫৮ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৬৯ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২০৩ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ২০৬টির এবং অপরিবর্তীত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আছে- এটিসিএসএলজিএফ, রানার অটোমোবাইল, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, মুন্নু সিরামিকস, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ঢাকা ইন্স্যুরেন্স, রিলায়েন্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং জেএমআই সিরিঞ্জ।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) প্রায় ১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮২৬ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৭৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২ পয়েন্ট কমে ১৬ হাজার ১৯৮ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো-আমরা টেকনোলজি, ফু-ওয়াং সিরামিকস, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, আইডিএলসি, এনসিসি ব্যাংক, নর্দান ইন্স্যুরেন্স, তিতাস গ্যাস, এটিসিএসএলজিএফ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক এবং সাইফ পাওয়ার।

এ সম্পর্কিত আরও খবর