ডিএসইর প্রধান সূচক কমেছে ৮ পয়েন্ট, সিএসইর ১

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 20:15:13

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান সূচক কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স কমেছে ১ পয়েন্ট।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫০৭ কোটি ৪৭ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ১৯ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৩ কোটি ৩৫ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক কমে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ১২ পয়েন্ট। এরপর থেকে সূচক কমতে থাকে। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ৫ পয়েন্ট। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ৬ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক বাড়ে ৩ পয়েন্ট। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ২ পয়েন্ট বাড়ে। এরপর থেকে সূচক নেতিবাচক হতে থাকে। বেলা ১১টায় সূচক প্রায় এক পয়েন্ট কমে। বেলা ১২টায় সূচক ১ পয়েন্ট কমে। এরপর সূচক বাড়তে থাকে। বেলা ১টায় সূচক বাড়ে ৭ পয়েন্ট। বেলা ২টায় সূচক ৪ পয়েন্ট বাড়ে এবং বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৩৮০ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক প্রায় ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯১০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক প্রায় এক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৩৩ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ১৩১ এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের দাম।

বৃহস্পতিবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ন্যশনাল লাইফ ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইল, সিলকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, সিঙ্গার বিডি, ঢাকা ইন্স্যুরেন্স, জেনেক্সিল এবং নিউ লাইন।

সিএসই

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১ পয়েন্ট কমে ৯ হাজার ৯৮৪ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৭৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৬৯ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবিএএমসিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ঢাকা ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি সোনালী, এআইবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিএমপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড এবং প্রাইম ফার্স্ট আইবিবিএ।

এ সম্পর্কিত আরও খবর