ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ছে ২০৪১ টাকা

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 19:02:31

দাম কমানোর ১৭ দিন পর ফের দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। প্রতি ভরিতে দুই হাজার ৪১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

নতুন দর আগামীকাল বৃহস্পতিবার (৪ জুলাই) থেকে সারা দেশে কার্যকর হবে। সেই হিসেবে বৃহস্পতিবার থেকে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম হবে ৫২ হাজার ১৯৬ টাকা।

বুধবার (৩ জুলাই) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সর্বশেষ গত ১৮ জুন ভরিতে এক হাজার ১৬৭ টাকা টাকা কমিয়েছিল জুয়েলার্স সমিতি।

নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৫২ হাজার ১৯৬ টাকা, ২১ ক্যারেট ৪৯ হাজার ৮৬৪ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪৪ হাজার ৮৪৮ টাকায়। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি আগের মতোই থাকবে, অর্থাৎ ২৬ হাজার ৮২৭ টাকা। একইভাবে রুপার দামেও হেরফের হবে না। প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা।

সারাদেশে বৃহস্পতিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা, ১৮ ক্যারেট ৪২ হাজার ৮০৬ টাকায় বিক্রি হয়েছে। কাল থেকে ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের ভরিতে দুই হাজার ৪১ টাকা বাড়বে।

জুয়েলার্স সমিতি প্লাটিনাম বা হোয়াইট গোল্ডের মূল্যও ভরিতে দুই হাজার ৪১ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতি ভরি প্লাটিনামের মূল্য হবে ৬৩ হাজার ৮৬০ টাকা। বুধবার পর্যন্ত দাম ছিল ৬১ হাজার ৮১৯ টাকা ভরি।

উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর দিন ১৪ জুন স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। তখন প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছিল। অবশ্য এর তিন দিনের মাথায় ১৮ জুন সংগঠনটি প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দেয়।

এ সম্পর্কিত আরও খবর