সূচকের ওঠা-নামায় লেনদেন চলছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 09:05:10

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (৩ জুলাই) সূচকের ওঠা-নামা প্রবণতায় লেনদেন চলছে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় ১ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ৮ পয়েন্ট।

এছাড়া একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮০ কোটি ১১ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৭০ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেন শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক কমে যায়। প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৮ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ১৪ পয়েন্ট। এরপর সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ৫ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক নেতিবাচক হয়ে যায়। এ সময় সূচক কমে ২ পয়েন্ট, বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ১ পয়েন্ট কমে যায়। তবে এরপর থেকে সূচক আবার বাড়তে থাকে। বেলা ১১টায় সূচক প্রায় ১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৩৮৫ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক প্রায় ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১১ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক প্রায় ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৩৬ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৮০ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তীত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আছে- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল টিউবস, রানার অটোমোবাইল, বঙ্গজ, এস্কার নিটিং, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, নিউ লাইন, প্যারামাউন্ট টেক্সটাইল এবং সিয়াম টেক্সটাইল।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ১৯ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৮০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩২ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৩০ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো-ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, নর্দান ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স করপোরেশন, সিলভা ফার্মা, সিভিও পেট্রো কেমিক্যাল, মেট্রো স্পিনিং, এইচআর টেক্সটাইল, ইউসিবি এবং পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

এ সম্পর্কিত আরও খবর