নতুন অর্থবছরের শুরুতেই সূচক কমছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-14 03:41:33

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নতুন অর্থবছরের প্রথম কার্যদিবস (সপ্তাহের দ্বিতীয়) মঙ্গলবার (২ জুলাই) সূচক কমে লেনদেন চলছে। এদিন বেলা সোয়া ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১২ পয়েন্ট কিন্তু সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ২০ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৬ কোটি ৩৫ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৩২ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক কমে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক কমে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক কমে ১ পয়েন্ট। এরপর সূচক কমার প্রবণতা বাড়তে থাকে। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক কমে ৭ পয়েন্ট। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ৪ পয়েন্ট কমে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক কমে ১০ পয়েন্ট, বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ১৩ পয়েন্ট কমে যায় এবং বেলা ১১টায় সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৩৮৮ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯১০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৩৫ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৮৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তীত রয়েছে ৭৪টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- রানার অটোমোবাইল, ইউনাইটেড পাওয়ার, জেনেক্সিল, স্কয়ার ফার্মা, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, এইচআর টেক্সটাইল, বিপিএমএল, মেট্রো স্পিনিং, ন্যাশনাল পলিমার এবং বাংলাদেশ সাবমেরিন কেবল।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ২০ পয়েন্ট কমে ১০ হাজার ৬৪ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৩২ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৫৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩২ পয়েন্ট কমে ১৬ হাজার ৬০১ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, মেট্রো স্পিনিং, সন্ধানী ইন্স্যুরেন্স, নর্দান ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, পিপলস লিজিং, অ্যামবি ফার্মা, শাহিনপুকুর সিরামিকস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং রিপাবলিক ইন্স্যুরেন্স।

এ সম্পর্কিত আরও খবর