সরকারি কর্মকর্তাদের এনালগ থেকে বেরিয়ে আসার আহ্বান

বিবিধ, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-09 17:09:05

ডিজিটাল যুগে অত্যাধুনিক সুযোগ-সুবিধা নেওয়ার পর কাজের বেলায় এনালগের সংস্কৃতির খোলস থেকে সরকারি কর্মকর্তাদের বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (২৯ জুন) সকালে রাজধানীর এনইসি ভবনে স্টেকহোল্ডারর্স কনসালটেশসন ওয়ার্কশনপ অন এডিপি-আরএডিপি বাজেট ম্যানেজমেন্ট সিস্টেমের (এবিএমএস) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘জনগণের টাকা খাচ্ছেন। তাদের জন্য কাজ করেন। দিনের কাজ দিনে শেষ করবেন, বসিয়ে রাখবেন না। আপনি কাউকে ভয় পাবেন না। এখানে মন্ত্রী-সচিব সবাই সমান। আমরা নিজের কাজগুলো নিজেরা করব।’

তিনি আরও বলেন, ‘কিন্তু ডিজিটাল যুগে এসেও এনালগ যুগের কাজ করব না। আমাদের কাজ স্লো হলে জাতির জন্য মঙ্গলকর হবে না।’

ডিজিটাল ডাটাবেইজ সিস্টেম স্থাপনের মাধ্যমে উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ প্রকল্পের বাবস্তায়ন পর্যালোচনামূলক কর্মশালায় এম এ মান্নান বলেন, ‘সরকারি প্রকল্পগুলোতে প্রচুর অর্থ ব্যয় করছে। কিন্তু কাজের বেলায় কিছুই হচ্ছে না। কাজের প্রতি দরদ নেই। আপনারা এই খোলসের সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন। খোলসে কেবল জনগণের ক্ষতি হয় না, সরকারেরও ক্ষতি হয়। আমাদের মধ্যে অসংখ্য জনজাট আছে। আসুন এগুলো বাদ দেই।’

যে কোনো জায়গায় ফাইল নিয়ে আসার কথা উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘আমার কাছে আপনারা নিজের পছন্দ মতো ফাইল নিয়ে আসেন। কিন্তু জনকল্যাণমূলক ফাইল আনেন না, এটা করবেন না। আমি আপনাদেরকে বিশ্বাস করে সব ধরনের ফাইল অনুমোদন করে দেই।

কর্মশালায় পরিকল্পনা সচিব নূরুল আমিন বলেন, ‘বছরের শেষ বেলা এসে প্রতিটি মন্ত্রণালয় ফাইল পাঠাচ্ছে অর্থ ছাড়ের জন্য। প্রকল্পগুলোর সঠিকভাবে বাস্তবায়ন নিয়ে আমার যথেষ্ট চিন্তা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আগামীতে এসব প্রকল্প ১৫ জুনের মধ্যে শেষ করার জন্য বলা হবে। আমরা সব ফাইল অনলাইন ভিত্তিক করব। যাতে ফাইল নিয়ে দৌঁড়ঝাপ করতে না হয়। আমাদের অফিস হবে পেপার লেস।’

প্রকল্প কার্যক্রম বিভাগের প্রধান খলিলুর রহমান খানের সভাপতিত্বে কর্মশালায় মূলপ্রবন্ধ পেশ করেন প্রকল্প পরিচালক ছায়েদুর রহমান।

এ সম্পর্কিত আরও খবর