আমাদের অগ্রগতির মূল বাধা দেশ বিরোধী রাজনীতি: প্রতিমন্ত্রী

বিবিধ, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 21:33:57

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশ বিরোধী রাজনীতি আমাদের দেশের অগ্রগতির ক্ষেত্রে মূল বাধা। এ বাধা যদি দূর করতে পারি, তাহলে বাংলাদেশের এসডিজি বাস্তবায়নের জন্য কর্মশালা করতে হবে না, এমনিতেই বাস্তবায়ন হয়ে যাবে।’

রোববার (২৩ জুন) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন’ বিষয়ক কর্মশালায় এ কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘কোনো কিছু বাস্তবায়নের বিষয়টি সামনে এলে তা রাজনৈতিকভাবে বিবেচনা করতে হবে এবং সেটি দেশের পক্ষে না বিপক্ষে তাও বুঝতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সব কিছু মনিটর করেন, রান্নাঘর থেকে আন্তর্জাতিক বিষয়গুলো যেভাবে দক্ষতার সঙ্গে পরিচালনা করেন, তাতে ২০৩০ সালের আগেই আমরা এসডিজি বাস্তবায়ন করতে পারব। অর্থাৎ ২০২৬-২৭ সালের দিকে এসডিজি বাস্তবায়ন হয়ে যাবে। সোনার বাংলাদেশ গড়তে হলে আমাদের দেশ বিরোধী সব বাধা অতিক্রম করতে হবে।’

স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। 

এতে আরো উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পরিকল্পনা বিভাগের সচিব সাজ্জাদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।

এ সম্পর্কিত আরও খবর