আ’লীগ যখন যা বলেছে তা বাস্তবায়ন করেছে: শিক্ষামন্ত্রী

বিবিধ, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 08:04:23

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে যতগুলো বাজেট ঘোষণা করা হয়েছে, তার সবগুলোই ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে। আর আওয়ামী লীগ সরকার যখন যা বলেছে তা বাস্তবায়ন করেছে।

রোববার (২৩ জুন) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘আমরা যতগুলো ইশতেহার দিয়েছি তা বাস্তবায়ন করার চেষ্টা করেছি। বর্তমান সরকারের পক্ষ থেকে যে নির্বাচনী ইশতেহার দেওয়া হয়েছে, সেখানে ‘আমার গ্রাম আমার শহর’ ছাড়াও আরো অনেক বিষয় আছে। এসব কিছু এসডিজির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আমরা যেভাবে এসডিজি অর্জন করেছি, ঠিক সেভাবেই এসডিজি বাস্তবায়ন করব।’

এসডিজি বাস্তবায়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এসডিজি বাস্তবায়নের পথে আমরা অনেকখানি এগিয়েছি। বিশ্বব্যাপী বিভিন্ন দেশ ও রাষ্ট্রের অগ্রাধিকার ও চাহিদার আলোকে এসডিজির সূচকের অগ্রাধিকার তালিকা নির্ধারণ করে স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের কৌশল প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশ এলডিপি ওয়ার্কিং টিমের মতো ৪০টি টিম সূচকের ভিত্তিতে বাংলাদেশের এসডিজি অগ্রাধিকার তালিকা প্রস্তুত করেছে। এসডিজি বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদেরও কাজ করতে হবে।’

 স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালায় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, ছবি: বার্তা২৪.কম

 

‘শিক্ষা ক্ষেত্রে গত ১০ বছরে অনেক অর্জন আমরা করেছি। তবে ছেলে-মেয়েদের কিছু বিষয়ে দুর্বলতা আছে। যেমন ভাষার দিকে জোর দিতে হবে। ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষায় দক্ষতা বাড়াতে হবে। এর পাশাপাশি আইসিটি এবং গণিতের ওপরও দক্ষতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের ডিজিটাল ডিভাইজের পাশাপাশি বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে,’ যোগ করেন মন্ত্রী।

দীপু মনি আরো বলেন, ‘আমরা কারিগরি শিক্ষার প্রসার করেছি। পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে সমস্যা আছে। আমরা সে বিষয়ে কাজ করছি। শিক্ষা ক্ষেত্রে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করেছি। শিক্ষা ক্ষেত্রে বিগত ১০ বছরে যা বরাদ্দ পেতাম এখন তার চেয়ে নয় থেকে ১০ গুণ বেশি বরাদ্দ পাচ্ছি। আমরা এসব অর্থ সঠিকভাবে খরচ করে শিক্ষা ক্ষেত্রের আরো উন্নতি করতে পারব।’

স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন কর্মশালায় আরো উপস্থিত ছিলেন- নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পরিকল্পনা বিভাগের সচিব সাজ্জাদুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।

এ সম্পর্কিত আরও খবর