বাজেট কাদের জন্য, প্রশ্ন জোনায়েদ সাকির

বাজেট, অর্থনীতি

আপেল মাহমুদ, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 12:39:39

সম্প্রতি জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির প্রশ্ন, এ বছরের বাজেট মূলত কাদের জন্য?

তিনি বলেন, ‘‘বাজেট থেকে লাভবান হয় কিছু গোষ্ঠী। এবারের বাজেট সাধারণ জনগণের জন্য দেওয়া হয়নি। ফলে এ বাজেট সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।”

সম্প্রতি প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে বার্তা২৪.কমকে তিনি বলেন, “সাধারণ নাগরিকরা বাজেটের সুফল খুব কম পান। তবে তাদের জন্য বরাদ্দ অনেক থাকে। কিন্তু প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় তারা সুবিধা পান না। সমাজের কিছু মানুষের পকেটে চলে যায় সাধারণ নাগরিকদের জন্য বরাদ্দের টাকা।’’

তিনি আরও বলেন, “সরকারের প্রস্তাবিত বাজেট কার্যকর না। কারণ দেশে খেলাপি ঋণের পরিমান বেড়েছে। যারা ঋণ নিয়ে ফেরত দেন না তাদের জন্য বাজেটে আরও সুযোগ দেওয়া হয়েছে। ফলে জনগণের টাকা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে।”

প্রসঙ্গত, গত ১৩ জুন সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’ শিরোনামে প্রস্তাবিত এ বাজেট ধরা হয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এর মধ্যে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৯৭৮ কোটি টাকা। বাকি টাকা ঘাটতি ধরা হয়েছে, যা বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে মেটানো হবে।

এ সম্পর্কিত আরও খবর