ডিএসইতে প্রধান সূচক বাড়লেও কমেছে সিএসইতে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 00:03:24

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার প্রধান সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স কমেছে ৬ পয়েন্ট।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫২৮ কোটি ৮২ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৪৭ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২ কোটি ৪২ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ১০ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ১৭ পয়েন্ট। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা বাড়তে থাকে। বেলা ১০টা ৫০ মিনিটের পর সূচক ২৩ পয়েন্ট বাড়ে যায়। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ২০ পয়েন্ট বাড়ে। আর বেলা ১১টায় সূচক ১৭ পয়েন্ট বাড়ে। বেলা ১২টায় সূচক ১৬ পয়েন্ট, বেলা ১টায় সূচক ১৩, বেলা ২টায় সূচক বাড়ে ১৪ পয়েন্ট এবং বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৪১১ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৯৭ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৩৫ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১৭৪ এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ারের দাম।

বুধবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ইউনাইটেড পাওয়ার, ইস্টার্ন ইনস্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ, নূরানী ইন্ডাস্ট্রিজ, সোনারবাংলা ইনস্যুরেন্স, রূপালী লাইফ ইনস্যুরেন্স, গ্লোবাল ইনস্যুরেন্স, ড্রাগন সোয়েটার, ইস্টল্যান্ড ইনস্যুরেন্স এবং প্রগতী লাইফ ইনস্যুরেন্স।

সিএসই

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৬ পয়েন্ট কমে ১০ হাজার ৩৮ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৮০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৯ পয়েন্ট কমে ১৬ হাজার ৫৬৫ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- প্রগতী লাইফ ইনস্যুরেন্স, ইস্টার্ন ইনস্যুরেন্স, রূপালী লাইফ ইনস্যুরেন্স, সোনারবাংলা ইনস্যুরেন্স, মাইডাস ফাইন্যান্স, পদ্মা লাইফ ইনস্যুরেন্স, সানলাইফ ইনস্যুরেন্স, ইস্টল্যান্ড ইনস্যুরেন্স, ফিনিক্স ইনস্যুরেন্স এবং সন্ধানী ইনস্যুরেন্স

এ সম্পর্কিত আরও খবর