রিজার্ভে কর, ফের দরপতনের বৃত্তে পুঁজিবাজার

পুঁজিবাজার, অর্থনীতি

মাহফুজুল ইসলাম, সিনিয়র করেসেপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-25 18:15:27

সপ্তাহ খানেক উত্থানের পর আবারও দরপতনের ধারায় ফিরছে দেশের পুঁজিবাজার। জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছেরর প্রস্তাবিত বাজেট ঘোষণার পর থেকে রোববার (১৬ জুন) ও সোমবার (১৭ জুন) টানা দু’দিন দরপতন হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রস্তাবিত বাজেটে কোম্পানির রিজার্ভের ওপর আরোপিত ১৫ শতাংশ কর প্রস্তাবের ফলে দরপতন হচ্ছে। কোম্পানি সম্প্রসারণের জন্য প্রতিবছর পর্যায়ক্রমে ক্যাপিটাল বৃদ্ধি করে বড় ফান্ড গঠন করবে। কিন্তু এই পুঁজি গঠনের প্রক্রিয়া যদি বন্ধ হয়ে যায়, তাহলে কোম্পানির দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব না। এর আগেরও বিভিন্ন ইস্যুতে টানা চার মাস দরপতন হয়েছিল।

দেশের দুই পুঁজিবাজারের মধ্যে রোব ও সোমবার দুদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ৯৯ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। ফলে ডিএসই থেকে বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ৫ হাজার ২৫৭ কোটি ২২ লাখ ৯ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৭৫ পয়েন্ট। সূচকের পাশাপাশি শেয়ারের দাম ও বাজার মূলধন কমেছে ৪হাজার ৮৬০কোটি ৬১ লাখ ৭হাজার টাকা। ফলে মাত্র দু’দিনে সাড়ে ২৮ লাখ বিনিয়োগকারীদের ১০ হাজার কোটি টাকার মূলধন অর্থাৎ পুঁজি কমেছে।

বৃহস্পতিবার (১৩ জুন) প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, কোম্পানির অর্জিত মুনাফা থেকে শেয়ারহোল্ডার তথা বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেওয়ার পরিবর্তে রিটেইনড আর্নিংস বা বিভিন্ন ধরনের রিজার্ভ হিসেবে রেখে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়৷ এতে প্রত্যাশিত ডিভিডেন্ড প্রাপ্তি থেকে বিনিয়োগকারীরা বঞ্চিত হন এবং পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ে৷ এ ধরনের প্রবণতা রোধে কোম্পানির কোনো আয় বছরে রিটেইনড আর্নিংস, রিজার্ভ ইত্যাদির সমষ্টি যদি পরিশোধিত মূলধনের ৫০ শতাংশের বেশি হয় তাহলে যতটুকু বেশি হবে তার উপর সংশ্লিষ্ট কোম্পানিকে ১৫ শতাংশ হারে কর প্রদানের বিধান প্রস্তাব করে৷

বাজেটে রিজার্ভের উপর ১৫ শতাংশ হারে কর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়ে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন। তিনি ডিএসইর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘উদ্যোক্তারাই কোম্পানি চালাবেন। তারাই শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণ করবেন এবং লভ্যাংশ ঘোষণা করবেন।’

তিনি বলেন, ‘কোম্পানির পুঁজি গঠনের জন্য কাজ করব। তবে এই পুঁজি গঠনের প্রক্রিয়া যদি বন্ধ হয়ে যায়, তাহলে কোম্পানির দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব না। তাই রিজার্ভের উপর ট্যাক্সের যে বিষয়টি বাজেটে প্রস্তাব করা হয়েছে, সেটি পুনর্বিবেচনার দাবি রাখে বলে মনে করি। এ বিষয়টি নিয়ে আমরা সরকারের সর্বোচ্চ মহলে দাবি জানাব।’

ডিএসইর পরিচালক বলেন, ‘বাজেটে রিজার্ভের উপর টেক্স নির্ধারণের প্রস্তাব নিয়ে কোথাও ভুল হয়েছে। এছাড়া যে কনসেপ্টের উপরে উপস্থাপন করা হয়েছে, সেই কনসেপ্টটি সঠিক হয়নি। যাতে রিজার্ভের উপর ট্যাক্সের প্রস্তাব নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) উদ্বিগ্ন। কমিশনও বিষয়টি বুঝতে পেরেছে। তারা তাদের মতো করে বিষয়টি সমাধানের দাবি রাখবেন। বিষয়টি সমাধান হবে বলে আশা করছি।’

এদিকে, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বিষয়টি পুনবিবেচনার আশ্বাস দিয়েছেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানও বিষয়টি নিয়ে কাজ করছেন বলে জানান।

এ সম্পর্কিত আরও খবর