ডিএসইতে প্রধান সূচক ৫৫, সিএসইতে কমেছে ৮২ পয়েন্ট

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-11 18:11:22

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার-এ প্রধান সূচক কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৫ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স কমেছে ৮২ পয়েন্ট।

এদিন, ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩৪ কোটি ৩১ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯৪ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯ কোটি ২৫ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ১০মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে মাত্র ২ পয়েন্ট। এরপর থেকে সূচক একটানা কমতে থাকে। বেলা ১০টা ৫০ মিনিটের পর সূচক ২ পয়েন্ট কমে যায়। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ১৩ পয়েন্ট কমে। আর বেলা ১১টায় সূচক ২২ পয়েন্ট কমে। বেলা ১২ টায় সূচক ৩৪ পয়েন্ট, বেলা ১টায় সূচক ৪০, বেলা ২টায় সূচক কমে ৫২ পয়েন্ট এবং বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৫৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৪৭৫ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৮৯ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২২৩ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ২৩৫ এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের দাম।

সোমবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ইউনাইটেড পাওয়ার, মুন্নু সিরামিকস, নিউ লাইন, ড্রাগন সোয়েটার, সিলকো ফার্মা, স্কয়ার ফার্মা, জেএমআই সিরিঞ্জ, লিগ্যাসি ফুটওয়্যার, নর্দান ইনস্যুরেন্স এবং ফরচুন সু।

সিএসই

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৮২ পয়েন্ট কমে ৯ হাজার ৯৯১ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৭৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৩০৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৩৫ পয়েন্ট কমে ১৬ হাজার ৪৮৮ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- রিপাবলিক ইনস্যুরেন্স, ইমাম বাটন, ইস্টার্ন ইনস্যুরেন্স, প্রিমিয়ার ইনস্যুরেন্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন, প্রগতি লাইফ ইনস্যুরেন্স, ইসলামী ইনস্যুরেন্স, নর্দান ইনস্যুরেন্স, ফেডারেল ইনস্যুরেন্স এবং সিটি জেনারেল ইনস্যুরেন্স।

এ সম্পর্কিত আরও খবর