সুপারির দাম চড়া, পানে স্বস্তি

বাজারদর, অর্থনীতি

রাকিবুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 18:18:30

বাজেটের পর থেকেই বাজারে দ্রব্যসামগ্রীর দাম ধীরে ধীরে আবারও বাড়তে শুরু করেছে। এর মধ্যে দাম বেড়েছে সবজি, মাছ, মাংস, ডিমসহ বিভিন্ন পণ্যের। এছাড়া বাজারে অতিরিক্ত হারে দাম বেড়েছে সুপারির। তবে সুপারির দাম চড়া থাকলেও, পানের দাম কম থাকায় স্বস্তির কথা জানিয়েছেন ক্রেতারা।

রোববার (১৬ জুন) রাজধানীর বনানী কাঁচাবাজার ঘুরে ক্রেতা বিক্রেতাদের থেকে এসব কথা জানা যায়।

বাজার ঘুরে জানা যায়, প্রতি একশ পিস কাঁচা সুপারির দাম রাখা হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা। ভিজা ভালো সুপারির দাম ৮০০ টাকা রাখা হচ্ছে।

অন্যদিকে, শুকনা সুপারির প্রতিকেজি মূল্য ৪০০ থেকে ৬০০ টাকা। তবে পানের দাম বেশ কম বাজারে। প্রতি ৮০টা (এক বিড়া) পানের দাম ১০০টা।

বিক্রেতারা বলছেন, যেখানে ১০০ পিস সুপারি বিক্রি হতো ৩০০ টাকায়। সেখানে এখন বাজার মূল্য ৮০০ টাকা। আবার পান বিক্রি হতো প্রতি বিড়া ৩০০ টাকা। এখন বাজার মূল্য সেটা ১০০ টাকা।

সুপারির খুচরা ক্রেতা সাইফুদ্দীন আহমেদ বার্তা২৪.কমকে বলেন, ‘বাসায় মায়ের জন্য সুপারি কিনতে হয়। কিন্তু পানের দাম সাশ্রয়ী থাকলেও সুপারির দাম প্রচুর। মাত্র ৫০পিস সুপারি কিনেছি সাড়ে তিনশত টাকায়।’

বাজারে পানের দাম কম, ছবি: বার্তা২৪

বাজারে সুপারির অতিরিক্ত দাম নিয়ে খুচরা ব্যবসায়ী রাসেল বলেন, ‘পানের আমদানি ভালো থাকায় দামটা বেশ কম। কিন্তু দাম বেড়েছে সুপারিতে। প্রায় দুইগুণ দাম বৃদ্ধি পেয়েছে সুপারির।’

অপর ব্যবসায়ী আব্দুল মতিন বার্তা২৪.কমকে বলেন, ‘সুপারির দাম পানের দামের চেয়ে অনেকগুণ বেশি। সুপারির মৌসুম প্রায় শেষ। সুপারি খুব একটা পাওয়া যায় না। এখন প্রতি চার পিস (এক হালি) সুপারি বিক্রি করছি ৩০ টাকায়। ক’দিন আগেও দাম অনেক কম ছিল।’

তবে দাম আরও বাড়বে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর