কালো টাকা বিনিয়োগের সুযোগকে স্বাগত জানিয়েছে এফবিসিসিআই

বাজেট, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 17:39:22

প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ (কালো টাকা) প্রোডাক্টিভ খাতে বিনিয়োগের যে সুযোগ দেওয়া হয়েছে তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

শনিবার (১৫ জুন) এফবিসিসিআইয়ের সম্মেলন কক্ষে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সংগঠনের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম সরকারকে স্বাগত জানান। এ সময় এফবিসিসিআইয়ের সহ-সভাপতি ও তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠনের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

ফজলে ফাহিম বলেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে অগ্রসর হচ্ছে। কিন্তু এখানে এখনো অনেক অর্থ (কালো টাকা) ইনফরমাল-ইকোনমিতে (সাধারণ অর্থনীতির বাইরে) রয়েছে। সেই অর্থগুলোকে ফরমাল ইকোনমিতে আনার চেষ্টা করা হচ্ছে।’

আমরা প্রস্তাবনায় দেখেছি, অপ্রদর্শিত অর্থ সেটা কিন্তু কালো টাকা নয় অর্থাৎ বৈধভাবে উপার্জিত অর্থ কিন্তু যেটা দেখানো হয়নি। সেই টাকাও উৎপাদনশীল খাতে ব্যবহৃত হয়নি। উৎপাদন খাতে আনার জন্য তাদের সুযোগ দেওয়া হয়েছে। আমরা এটাকে স্বাগত জানাই।’

এর আগের দিন শুক্রবার (১৪ জুন) বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত আয় বা কালো টাকা বিনিয়োগের সুবিধা দেয়া হবে।’

তিনি বলেন ‘অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ না থাকলে বিদেশে পাচার কিংবা কর ফাঁকির সম্ভাবনা থাকে। সেজন্য যুক্তিসংগত কর প্রদান করে অপ্রদর্শিত আয় রিয়েল এস্টেট, অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্কে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হয়েছে। যদিও এই সুযোগ এক সময় ছিল।’

'নতুন ভ্যাট আইন আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। তার আগে যেসব ক্রুটি রয়েছে এনবিআরের সঙ্গে কথা বলে সেগুলো সংশোধন করে নেব।'

সব মিলিয়ে অর্থমন্ত্রীর ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেটকে ব্যবসাবান্ধব বলে মনে করেন সংগঠনের সভাপতি। তিনি বলেছেন, ন্যাশনাল ভিশন, ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারাবাহিকতায় প্রণীত এ বাজেটে জাতীয় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮ দশমিক ২ শতাংশ। এফবিসিসিআই'র মতে এ বাজেট ব্যবসাবান্ধব এবং দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।’

এ ধরনের একটি জনমুখী ও ব্যবসা সহায়ক বাজেট দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী এবং বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

এ সম্পর্কিত আরও খবর