ডিএনসিসির অবকাঠামো নির্মাণে বরাদ্দ ৬০ কোটি টাকা

বাজেট, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 14:54:19

২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকার বিভাগের অধীনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো উন্নয়নসহ নর্দমা ও ফুটপাত নির্মাণ প্রকল্পে ৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ( ১৩ জুন) জাতীয় সংসদে ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ বরাদ্দের প্রস্তাব করা হয়।

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন চলমান কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পগুলোকে চলমান রাখতে ৩৪ হাজার ২৪৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ৫ হাজার ৯৪ কোটি টাকা বেশি।

ডিএনসিসি’র ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো উন্নয়নসহ নর্দমা ও ফুটপাত নির্মাণ প্রকল্পে ৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সংশোধিত বাজেটে এই অর্থ বরাদ্দ থাকলে ডিএনসিসির প্রকল্পগুলোতে এ অর্থ ব্যয় করা হবে।

২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার থেকে বেড়েছে ৫৮ হাজার ৬১৭ কোটি টাকা বা ১৩ শতাংশ। প্রস্তাবিত নতুন বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা।

এ সম্পর্কিত আরও খবর