সার্বজনীন পেনশনের লক্ষ্যে ‘ইউনিভার্সাল পেনশন অথরিটি’

বাজেট, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 06:49:09

দেশের সব নাগরিকদের জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে শীঘ্রই একটি ‘ইউনিভার্সাল পেনশন অথরিটি’ গঠন করা হবে বলে ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে জাতীয় সংসদে ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’ শিরোনামে দেশের ৪৮তম বাজেট ঘোষণা শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কিন্তু তিনি অসুস্থ থাকায় প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রস্তাবিত বাজেট বক্তৃতায় বলা হয়, সরকারি পেনশনারগণ দেশের সমগ্র জনগণের একটি ভগ্নাংশ মাত্র। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতসহ দেশের সমগ্র জনগণের জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থা পর্যায়ক্রমে চালু করার লক্ষ্যে একটি ইউনিভার্সাল পেনশন অথরিটি শীঘ্রই গঠন করা হবে।

জনপ্রত্যাশার এই বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি এক লাখ ৪৫ হাজার কোটি টাকা। এর মধ্যে উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে দুই লাখ ১১ হাজার ৬৮৩ কোটি টাকা। আর পরিচালন ব্যয় ধরা হয়েছে তিন লাখ ১০ হাজার ২৬২ কোটি টাকা।

এ সম্পর্কিত আরও খবর