গাড়ির রেজিস্ট্রেশন ও রুট পারমিটে দিতে হবে বেশি টাকা

বাজেট, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 20:57:11

আগামী অর্থবছরের (২০১৯-২০) প্রস্তাবিত বাজেটে বাড়ছে গাড়ির রেজিস্ট্রেশন, রুট পারমিট, ফিটনেস সনদ এবং মালিকানা সনদের চার্জ।

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনে বক্তব্যে এ প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাজেট ঘোষণায় বলা হয়, যানজট নিরসনে গাড়ির রেজিস্ট্রেশন, রুট পারমিট, ফিটনেস সনদ, মালিকানা সনদ গ্রহণ ও নবায়নকালে পরিশোধিত চার্জ বা ফির ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।

পাশাপাশি চার্টার্ড বিমান ও হেলিকপ্টার খাতে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে ২৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর