তৈরি পোশাক খাতে ২৮২৫ কোটি টাকা রফতানি প্রণোদনা

বাজেট, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 01:03:38

প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক খাতে প্রণোদনা হিসেবে ২ হাজার ৮২৫ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের বক্তব্যে এই প্রস্তাব রাখা হয়।

বাজেট ঘোষণায় বলা হয়, এখন তৈরি পোশাকের চারটি খাত ৪ শতাংশ রফতানি প্রণোদনা পাচ্ছে। আগামী অর্থবছর থেকে তৈরি পোশাকের বাকি সব খাতের জন্য এক শতাংশ রফতানি প্রণোদনা প্রস্তাব করা হয়েছে। এজন্য ২০১৯-২০ অর্থবছরের বাজেটে আরও ২ হাজার ৮২৫ কোটি টাকার বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর