গরু-ছাগলের জন্য বিমা!

বাজেট, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 09:05:33

প্রস্তাবিত বাজেটে গরু-ছাগলসহ গৃহপালিত পশুর জন্য বিমা চালুর করার পরিকল্পনা রয়েছে সরকারের।

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার সময় এই তথ্য দেওয়া হয়।

বাজেট বক্তৃতায় বলা হয়েছে, 'গৃহপালিত পশুর জন্য বিমা, সমাজের সুবিধা বঞ্চিত নারীদের ক্ষমতায়নের জন্য ক্ষুদ্র বিমা, সরকারি কর্মচারী ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য বিমা চালুর পরিকল্পনা করেছেন সরকার। বিমা খাতে ডিজিটালাইজেশন ও এর পেনিট্রেশন বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে।'

আরও বলা হয়েছে, 'প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের আবাদি জমি ক্ষতির মুখে পড়ে এমন ঘটনা একটি নিয়মিত ঘটনা। এর ফলে, কৃষকদের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে শস্য বিমা প্রাথমিকভাবে চালু করা হবে। অন্যদিকে কারখানা শ্রমিকদের জন্য দুর্ঘটনাজনিত বিমা চালু করার পরিকল্পনা করছে সরকার।'

প্রস্তাবিত এ বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার থেকে বেড়েছে ৫৮ হাজার ৬১৭ কোটি টাকা বা ১৩ শতাংশ। প্রস্তাবিত নতুন বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা তিন লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা।

 

এ সম্পর্কিত আরও খবর