বিদেশি পর্যটকদের জন্য হচ্ছে 'এক্সক্লুসিভ পর্যটন এলাকা'

বাজেট, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 06:28:09

বিদেশি পর্যটকদের জন্য 'এক্সক্লুসিভ পর্যটন এলাকা' স্থাপনের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল সম্ভাবনাময় পর্যটন স্পটকে দেশি ও বিদেশি পর্যটকদের উপযোগী করে গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে বাজেট বক্তৃতায় একথা জানানো হয়।

এর আগে জাতীয় সংসদে ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’ শিরোনামে দেশের ৪৮তম বাজেট ঘোষণা শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কিন্তু তিনি অসুস্থ থাকায় প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাজেট বক্তৃতায় বলা হয়, ‘আন্তর্জাতিক সমুদ্র আদালতের ঐতিহাসিক রায়ে সমুদ্র বিজয়ের মাধ্যমে প্রতিবেশী মায়ানমার ও ভারতের কাছ থেকে বাংলাদেশ ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সমুদ্রের একচ্ছত্র অধিকার লাভ করে যা আর একটি বাংলাদেশের প্রায় সমপরিমাণ।’

কক্সবাজারসহ আরও অনেক পর্যটন স্পট, যা এখনো বিশ্ববাসীর নিকট পরিচিত করে তোলা সম্ভব হয়নি বলেও বক্তৃতায় উল্লেখ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর