বাড়ছে মোবাইল ফোন কোম্পানির টার্নওভার কর

বাজেট, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 07:28:42

মোবাইল ফোন কোম্পানির টার্নওভারের ওপর ন্যূনতম কর ১ দশমিক ২৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করপোরেট কর অন্য কোনো খাতে বাড়ানো কমানো না হলেও মোবাইল ফোন কোম্পানির ন্যূনতম কর টার্নওভারের শূন্য দশমিক ৭৫ এর পরিবর্তে ২ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ৩টার পর জাতীয় সংসদে ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে দেশের ৪৮তম বাজেট ঘোষণা শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম বাজেট।

প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এর মধ্যে উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ১১ হাজার ৬৮৩ কোটি টাকা। আর পরিচালন ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১০ হাজার ২৬২ কোটি টাকা। যা মোট জিডিপির ৫ শতাংশ।

এ সম্পর্কিত আরও খবর