বরাদ্দ কমেছে চলচ্চিত্র উন্নয়ন খাতে

বাজেট, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 22:53:42

নতুন অর্থবছর ২০১৯-২০২০ এর প্রস্তাবিত বাজেটে বাংলাদেশে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের জন্য ২২ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা গত অর্থবছরের প্রস্তাবিত বরাদ্দ থেকে সাড়ে আট লাখ টাকা কম।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে জাতীয় সংসদে ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’ শিরোনামে দেশের ৪৮তম বাজেট ঘোষণা শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কিন্তু তিনি অসুস্থ থাকায় প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাজেট বক্তৃতায় বলা হয়, চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উন্নয়নের জন্য ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ২২ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে, ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছিল ২২ কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকা। আর সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ২০ কোটি ৭১ লাখ ৬০ হাজার টাকা।

উল্লেখ, প্রস্তাবিত এ বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার থেকে বেড়েছে ৫৮ হাজার ৬১৭ কোটি টাকা বা ১৩ শতাংশ।

এ সম্পর্কিত আরও খবর