তামাক রফতানিতে শুল্ক দিতে হবে না

বাজেট, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 21:57:40

এবারের বাজেট আসার আগেই আলোচনা চলছিল তামাক রফতানিতে শুল্ক তুলে দেওয়া হতে পারে। শেষ পর্যন্ত তা-ই হলো। প্রস্তাবিত বাজেটে বিদেশে তামাক রফতানির ক্ষেত্রে শুল্ক পুরোপুরি তুলে দেওয়া হয়েছে।

বর্তমানে তামাক রফতানিতে ১০ শতাংশ শুল্ক রয়েছে। তবে ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে এ শুল্কের হার শূন্য করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে আগামী ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশকালে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

প্রস্তাবিত এ বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার থেকে বেড়েছে ৫৮ হাজার ৬১৭ কোটি টাকা বা ১৩ শতাংশ। প্রস্তাবিত নতুন বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা তিন লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা।

এ সম্পর্কিত আরও খবর