প্রস্তাবিত বাজেট: বরাদ্দ বেড়েছে শিল্প মন্ত্রণালয়ের

বাজেট, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 05:12:14

নতুন অর্থবছর ২০১৯-২০ এর প্রস্তাবিত বাজেটে শিল্প মন্ত্রণালয়কে ১ হাজার ৫৫৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ২০৪ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার ( ১৩ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রস্তাবিত বাজেট বক্তব্য দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেট বক্তব্যে বলা হয়, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিল্প মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৫৫৬ কোটি টাকা। অন্য দিকে গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিল্প মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ১ হাজার ৩৫২ কোটি টাকা। আর গত অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ১ হাজার ৪৭২ কোটি টাকা।

উল্লেখ্য, প্রস্তাবিত এ বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকারের চেয়ে ৫৮ হাজার ৬১৭ কোটি টাকা বা ১৩ শতাংশ বেশি। প্রস্তাবিত নতুন বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা।

এ সম্পর্কিত আরও খবর