গবেষণা ও উন্নয়ন খাতে অতিরিক্ত বরাদ্দ ৫০ কোটি টাকা 

বাজেট, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 14:45:29

নতুন অর্থবছর ২০১৯-২০ এর প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এখানে গবেষণা ও উন্নয়ন খাতে গত অর্থবছরের তুলনায় অতিরিক্ত ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের বক্তব্যে এ প্রস্তাব পেশ করা হয়।

প্রস্তাবিত বাজেট বক্তৃতায় বলা হয়, উন্নয়নশীলতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি উচ্চতর রাখার অন্যতম পূর্বশর্ত হলো বিজ্ঞান ভিত্তিক গবেষণা ও উন্নয়ন। গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে উৎসাহিত করার জন্য সুযোগ সুবিধা সৃষ্টি করা হবে। যার ফলে আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে গবেষণা ও উন্নয়ন খাতে অতিরিক্ত ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছি।

এ সম্পর্কিত আরও খবর