সুদমুক্ত ক্ষুদ্র ঋণে বরাদ্দ ৬৪ কোটি ৫০ লাখ টাকা

বাজেট, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 06:06:23

নতুন অর্থবছর ২০১৯-২০ এর প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এখানে অনগ্রসর ও পশ্চাত্পদ জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনের লক্ষ্যে সুদমুক্ত ক্ষুদ্র ঋণে ৬৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনে বক্তব্যে এ প্রস্তাব পেশ করা হয়।

বক্তব্যে বলা হয়, 'সমাজসেবা অধিদফতরের মাধ্যমে পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম , প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম, শহর সমাজ উন্নয়ন কার্যক্রম নামে চারটি সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম রয়েছে। এতে পরিবার প্রতি পাঁচ হাজার থেকে ৩০ হাজার টাকা হারে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ হিসেবে বিতরণ করা হচ্ছে। এ সকল কার্যক্রমের ক্ষেত্রে শতকরা ৫০ ভাগ নারীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এবার এই খাতে ৬৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা প্রস্তাব করা হয়েছে।'

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ জুন) প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ সম্পর্কিত আরও খবর