প্রস্তাবিত বাজেটে কাবিখা খাতে বরাদ্দ বেড়েছে ১৯৭ কোটি টাকা

বাজেট, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 13:15:41

নতুন অর্থবছর ২০১৯-২০২০ এর প্রস্তাবিত বাজেটে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ২ হাজার ১৮৪ কোটি টাকা। যা গত অর্থ বছরের প্রস্তাবিত বাজেট থেকে ১৯৭ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেটে কাবিখা খাতের এ বরাদ্দের কথা ঘোষণা করেন।

প্রস্তাবিত এ বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার থেকে ৫৮ হাজার ৬১৭ কোটি টাকা বা ১৩ শতাংশ বেশি। প্রস্তাবিত নতুন বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, গত ২০১৮-২০১৯ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে কাবিখা খাতে ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৯৭৮ কোটি টাকা। তবে ২০১৯-২০২০ এর প্রস্তাবিত বাজেটে ১৯৭ কোটি টাকা বাড়িয়ে মোট ব্যয় ২ হাজার ১৮৪ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।

 

 

এ সম্পর্কিত আরও খবর