সড়ক পরিবহন খাতে বাজেটের ১২.৪ শাতাংশ বরাদ্দ

বাজেট, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 06:35:18

নতুন অর্থবছর ২০১৯-২০ এর প্রস্তাবিত বাজেটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ খাতে ২৫ হাজার ১৬৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। যা গত অর্থবছরের তুলনায় ৪ হাজার ৩৪৬ কোটি টাকা বেড়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেটে বক্তৃতায় এ প্রস্তাব পেশ করা হয়।

গত অর্থ বছরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ খাতে ব্যয় ধরা হয়েছিল ২০ হাজার ৮১৭ কোটি টাকা। তবে ২০১৯-২০ এর প্রস্তাবিত বাজেটে ৪ হাজার ৩৪৬ কোটি বরাদ্দ বাড়িয়ে ২৫ হাজার ১৬৩ কোটা প্রস্তাব করা হয়। যা মোট বাজেটের ১২ দশমিক ৪ শাতাংশ।

উল্লেখ্য, জনপ্রত্যাশার এই বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এর মধ্যে উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ১১ হাজার ৬৮৩ কোটি টাকা। আর পরিচালন ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১০ হাজার ২৬২ কোটি টাকা। যা মোট জিডিপির ৫ শতাংশ।

টাকার অংকে বর্তমানে দেশের মোট জিডিপির পরিমাণ ২৮ লাখ ৮৫ হাজার ৮৭২ কোটি টাকা। যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট।

এ সম্পর্কিত আরও খবর