বাড়েনি ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা

বাজেট, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 06:43:34

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়করসীমা বাড়ানো হয়নি।

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় বলা হয়, কোম্পানি ছাড়া ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা আগের বছরের মতই রাখা হয়েছে।

এবার ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকাই রাখা হয়েছে। নারীদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা থাকবে তিন লাখ টাকা।

উল্লেখ্য, ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা তিন লাখ টাকা করার প্রস্তাব জানিয়েছিল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নেতৃবৃন্দ এবং আইনজীবী, পেশাজীবী ও অর্থনীতিবিদরা।

নারী ও ৬৫ বছরের বেশি বয়সী করদাতাদের করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে চার লাখ টাকায় উন্নীতকরণ ও প্রতিবন্ধী করদাতাদের করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর