জননিরাপত্তা খাতে বরাদ্দ বেড়েছে ৫১৬ কোটি টাকা

বাজেট, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 14:14:20

নতুন অর্থবছর ২০১৯-২০২০ এর প্রস্তাবিত বাজেটে জনশৃংখলা ও নিরাপত্তা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ২১ হাজার ৯২২ কোটি টাকা। যা গত বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ৫১৬ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনে বাজেট বক্তৃতায় এ তথ্য ঘোষণা করা হয়।

প্রস্তাবিত এ বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা, যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার থেকে বেড়েছে ৫৮ হাজার ৬১৭ কোটি টাকা বা ১৩ শতাংশ। প্রস্তাবিত নতুন বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা তিন লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা।

বাজেট বক্তৃতায় বলা হয়, গত ২০১৮-২০১৯ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে জননিরাপত্তা খাতে ব্যয় ধরা হয়েছিল ২১ হাজার ৪০৬ কোটি টাকা। তবে ২০১৯-২০২০ এর প্রস্তাবিত বাজেটে ৫১৬ কোটি টাকা বাড়িয়ে মোট ব্যয় ২১ হাজার ৯২২ কোটি টাকা প্রস্তাব করা হচ্ছে।

উল্লেখ্য, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট বক্তৃতা শুরু করলেও তাঁর অসুস্থতার কারণে বাজেট উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সম্পর্কিত আরও খবর