দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ খাতে বরাদ্দ বেড়েছে ১৫৪ কোটি টাকা

বাজেট, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 08:55:15

নতুন অর্থবছর ২০১৯-২০২০ এর প্রস্তাবিত বাজেটে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য ধরা হয়েছে ৯ হাজার ৯৭১ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ১৫৪ কোটি টাকা বেড়েছে।

বৃহস্পতিবার ( ১৩ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেটে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ব্যয় করার জন্য এ অর্থ ঘোষণা করেন।

জানা যায়, গত বছরে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল ৯ হাজার ৭১৭ কোটি টাকা। যেটা আগামী অর্থ বছরে জন্য ৯ হাজার ৯৭১ কোটি টাকা বরাদ্দ করা রাখা হবে। যা মোট বাজেটের ১.৮৯ শতাংশ। বেড়েছে ১৫৪ কোটি টাকা।

অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার থেকে বেড়েছে ৫৮ হাজার ৬১৭ কোটি টাকা বা ১৩ শতাংশ।

এ সম্পর্কিত আরও খবর