স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে ১৭৮৬ কোটি টাকা

বাজেট, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 19:15:20

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৯ হাজার ৯৪৫ কোটি টাকা। যা গত বছরের প্রস্তাবিত বাজেট থেকে ১৭৮৬ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার ( ১৩ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যয় করার জন্য এ অর্থ ঘোষণা করেন

প্রস্তাবিত এ বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার থেকে বেড়েছে ৫৮ হাজার ৬১৭ কোটি টাকা বা ১৩ শতাংশ। প্রস্তাবিত নতুন বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা তিন লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা।

অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, 'গত ২০১৮-২০১৯ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে ব্যয় ধরা হয়েছিল ১৮ হাজার ১৫৯ কোটি টাকা। তবে ২০১৯-২০২০ এর প্রস্তাবিত বাজেটে ১৭৮৬ কোটি টাকা বাড়িয়ে মোট ব্যয় ১৯ হাজার ৯৪৫ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর