নারীর ক্ষমতায়ন ও শিশু অগ্রাধিকারে বরাদ্দ বেড়েছে ১৪৬০০ কোটি টাকা

বাজেট, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 23:39:16

নতুন অর্থবছর ২০১৯-২০২০ এর প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। যেখানে নারীর ক্ষমতায়ন ও শিশু অগ্রাধিকার খাতে গত বছরের তুলনায় ১৪ হাজার ৬০০ কোটি টাকা বেড়েছে।

বৃহস্পতিবার ( ১৩ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নতুন বাজেটে আসন্ন নতুন অর্থবছরে নারীর ক্ষমতায়ন ও শিশু অগ্রাধিকারের ব্যয়ের এ প্রস্তাব পেশ করেন।

গত বছর এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল ৬৫ হাজার ৬০০ কোটি টাকা। যেটা আগামী অর্থ বছরে জন্য ৮০ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ হবে। যা মোট বাজেটের ১৫ দশমিক ৩৩ শতাংশ। বেড়েছে ১৪ হাজার ৬০০ কোটি টাকা।

এ সম্পর্কিত আরও খবর