সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে পুঁজিবাজারে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 23:25:53

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ মে) প্রধান সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইতে সূচক বেড়েছে ৭৫ পয়েন্ট এবং সিএসই’র প্রধান সূচক বেড়েছে ১৫০ পয়েন্ট।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ৪৪ লাখ টাকা।আর সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ১২ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় ১০টায়, এরপর প্রথম ১০ মিনিটেই ডিএসইএক্সসূচক ১০ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা বাড়তে থকে। বেলা ১০টা ২০ মিনিটের পর সূচক বাড়ে প্রায় ১৫ পয়েন্ট। বেলা ১০টা ৩০ মিনিটে সূচক বাড়ে ২৪ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক বাড়ে ৩১ পযেন্ট এবং বেলা ১১টায় সূচক ৩৫ পয়েন্ট বাড়ে। বেলা ২টায় লেনদেনে শেষে ডিএসইএক্স সূচক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৩২৮ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৬১ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১৮পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২০৭ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ারও মিউচ্যুয়াল ফান্ড।

লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৫টির, কমেছে ৭০ এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের দাম।

মঙ্গলবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, ব্র্যাক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্লোবাল ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক এবং ইস্টার্ন কেবল।

সিএসই

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১৫০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮৪৫ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২৩৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৭৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৪২ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২৬০ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- প্রাইম ইন্স্যুরেন্স, আইসিবি সোনালী মিউচ্যুয়াল ফান্ড, বিডি ল্যামপস, তাল্লু স্পিনিং, এপেক্স ফুড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকাল টোবাকো, জেএমআই সিরিঞ্জ এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ।

এ সম্পর্কিত আরও খবর