বিএমএপি’র সেমিনার অনুষ্ঠিত

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 18:36:18

বন্ড ম্যানেজমেন্ট অটোমেশন প্রজেক্ট (বিএমএপি) অর্থাৎ বন্ড ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্প আয়োজিত ‘এসআইএস প্রসেস অব বন্ড ম্যানেজমেন্ট প্রথম সার্ভিস সেগমেন্টের ওপর স্টেকহোল্ডার অ্যাওয়ায়ারনেন্স পোগ্রাম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ মে) রাজধানীর সেগুন বাগিচার একটি হোটলে অনুষ্ঠিত সেমিনারে উদ্বোধনী বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য বিএমএপির প্রকল্প পরিচালক সুলতান মোহাম্মদ ইকবাল। সেমিনারে বাংলাদেশ ব্যাংক, বেপজা, বেজা, ইপিবি, সরকারি বিভিন্ন দফতর, ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, বিপিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বিজিপিএমইএ -এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেমিনারের মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকার কমিশনার এস এম হুমায়ুন কবির ও কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রামের কমিশনার আজিজুর রহমান। বন্ড ম্যানেজমেন্ট অটোমেশন প্রজেক্টের (বিএমএপি) কারিগরি সহায়তা প্রদানকারী আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান সিনেসিস আইটি-টিটেক জেভি কর্তৃক এস-আইএস প্রসেস অব বন্ড ম্যানেজমেন্টের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের টিম লিড ও প্রোজেক্ট কনসালটেন্ট খন্দকার রোমেল।

সেমিনারের সমাপ্তিতে র‌্যাপ আপ পর্ব সঞ্চালন করেন এনবিআরের সাবেক সদস্য ও সিনেসিস আইটি লিমিটেডের বিজনেস অ্যাডভাইজার প্রকাশ দেওয়ান। সেমিনারে অংশগ্রহণকারী স্টেকহোল্ডাররা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পর্যবেক্ষণ করেন এবং তাদের মতামত দেন।

প্রকল্প পরিচালক জানান, এস-আইএস প্রসেস অব বন্ড ম্যানেজমেন্টের উপর ধারাবাহিকভাবে সাতটি সেমিনার অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর