সূচকের ওঠানামায় লেনদেন চলছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 01:16:09

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রোববার (২৬ মে) সূচকের ওঠানামা প্রবণতায় লেনদেন চলছে। বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫ পয়েন্ট। সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ৪৪ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৭ কোটি ৬১ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ১০ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সকাল ১০টায়, প্রথম ১০ মিনিটেই ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে সূচক ওঠানামা করতে থাকে। তবে ১০টা ২০ মিনিটের পর সূচক বাড়ে ৩ পয়েন্ট। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। ১০টা ৪০ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ১৫ পয়েন্ট কমে যায়। এরপর থেকে সূচক আবার বাড়তে থাকে। ১০টা ৫০ মিনিটে সূচক ৮ পয়েন্ট বাড়ে। আর বেলা ১১টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ২৬৫ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করেছে এক হাজার ৮৩০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক প্রায় ১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে এক হাজার ১৯৩ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৭৭ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইস্টার্ন কেবল, আইএফআইসি ব্যাংক, ফেডারেল ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, রানার অটোমোবাইল, মার্কেন্টাইল ব্যাংক, ফরচুন সু, ইউনাইটেড পাওয়ার এবং পাওয়ার গ্রিড।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৪৪ পয়েন্ট কমে ৯ হাজার ৬৬৪ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৩২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬০ পয়েন্ট কমে ১৫ হাজার ৯৮০ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। গত কার্যদিবসে একই সময়ে লেনদেন হয়েছিল ৮ কোটি ৯৫ লাখ টাকা।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- ফেডারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, গোল্ডেন সন, রানার অটোমোবাইল, বাংলাদেশ সাবমেরিন কেবল, ফারইস্ট নিটিং, প্রিমিয়ার লিজিং, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ইউনাইটেড এয়ার এবং ওআইমেক্স।

এ সম্পর্কিত আরও খবর