ঈদে ৯ দিনের ছুটিতে পুঁজিবাজার

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 08:11:22

সপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) নয়দিন বন্ধ থাকবে। এ সময় লেনদেনসহ অফিসিয়াল সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম না প্রকাশের শর্তে ডিএসইর পরিচালক বার্তা২৪.কমকে বলেন, ‘ঈদ উপলক্ষে আগামী ৪ জুন থেকে ৮ জুন পর্যন্ত সরকারি ছুটি। এর আগে ২ জুন শবে কদরের কারণে ছুটি। তার আগের ৩১ মে ও ১ জুন শুক্রবার ও শনিবার হওয়ায় সরকারি বন্ধ থাকবে।’

স্বাভাবিকভাবে সরকারি বন্ধের সঙ্গে ওইসব দিনগুলোতে পুঁজিবাজারও বন্ধ থাকে। এরমধ্যে শুধুমাত্র ৩ জুন সরকারি ছুটি নেই। তবে ডিএসইর পর্ষদ ৩ জুন পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে টানা নয়দিন বন্ধ থাকবে বাজার।

একই দিন দেশের অপর পুঁজিবাজার সিএসইর কার্যক্রমও বন্ধ থাকবে।

এ সম্পর্কিত আরও খবর