ভালো ঋণগ্রহীতাদের বিশেষ সুবিধা

ব্যাংক বীমা, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 06:30:52

সময় মতো ঋণ পরিশোধকারী প্রতিষ্ঠান ঋণের সুদের উপর ১০ শতাংশ রিবেট আর পুনরায় ঋণ নিতে পারবে। ভালো ঋণগ্রহীতাকে তফসিলি ব্যাংকগুলো কী ধরণের সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটা সার্কুলার জারি করে বৃহস্পতিবার (১৬ মে)।

কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক এ কে এম আমজাদ হোসেন স্বাক্ষরিত সার্কুলারে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ১০ জন ভাল ব্যাবসায়ীর ছবি ও প্রোফাইল বই আকারে প্রকাশ করবে।

প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালে বিশেষ বিবেচনায় ডাউনপেমেন্ট ও মেয়াদের শর্ত শিথিল করে ৫০০ কোটি টাকার উপরে ঋণ নেওয়া ১১টি ব্যবসায়ী গ্রুপকে দেওয়া হয় বিশেষ সুবিধা।

ঐ সময় তারা ১৫ হাজার ২১৮ কোটি টাকার ঋণ পুনর্গঠন করে। পরবর্তী সময়ে অধিকাংশ প্রতিষ্ঠান পুনর্গঠিত ঋণের টাকা ফেরত না দেওয়ায় সুদে-আসলে ব্যাংকগুলোর পাওনার পরিমাণ ১৬ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ৯৭ হাজার কোটি টাকার ঋণ পুনঃতফসিল হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর