প্রকাশিত সংবাদের সংশোধনী জানিয়েছে অর্থ মন্ত্রণালয়

বিবিধ, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 16:09:34

বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টরসহ একটি প্রতিনিধি দলের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক সংক্রান্ত একটি সংবাদ বৃহস্পতিবার (৯ মে) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় সব গণমাধ্যমে প্রকাশিত ওই সংবাদের কিছু সংশোধনী জানানো হয়েছে।

সংশোধনী জানিয়ে গণমাধ্যমে শুক্রবার (১০ মে) প্রেস বিজ্ঞপ্তি পাঠায় অর্থ মন্ত্রণালয়।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়- ‘অর্থমন্ত্রী বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে প্রভাবশালী ২০ দেশের তালিকায় আসছে বাংলাদেশ। ২০২৪ সালের মধ্যে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যেসব দেশ গুরুত্বপূর্ণ অবদান রাখবে, তার মধ্যে বাংলাদেশ থাকবে।’

আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে এই তথ্যে সংশোধনী জানায় মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সঠিকটি হবে- ‘আগামী ২০১৯-২০ অর্থবছরে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অংশীদার হবে এমন প্রভাবশালী ২০টি দেশের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ। এপ্রিল, ২০১৯ –এর ওয়ার্ল্ড ইকনোমিক আউটলুকে আইএমএফ ২০২৪ সাল পযন্ত বৈশ্বিক অর্থনীতিতে প্রবৃদ্ধির যে প্রক্ষেপণ করেছে, তাঁর আলোকে ব্লুমবার্গ-এর করা বিশ্লেষণে এ তথ্য প্রকাশ পেয়েছে। বিশ্লেষণে দেখা যায়, আগামী অর্থবছর বৈশ্বিক প্রবৃদ্ধিতে প্রায় ১ শতাংশ অবদান রাখবে বাংলাদেশের অর্থনীতি। আগামী ২০২৪ সাল পর্যন্ত বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধিতে বাংলাদেশের এই অবদান অব্যাহত থাকবে। উল্লেখ্য, ব্লুমবার্গের বিশ্লেষণটি গত ৬ মে, ২০১৯ তারিখে প্রকাশিত হয়েছে।’

উল্লেখ্য, সংবাদটি ‘বৈশ্বিক জিডিপিতে বাংলাদেশ ও কানাডার অবদান একই হবে: অর্থমন্ত্রী’ শিরোনামে বার্তা২৪.কমে প্রকাশিত হয়।

এ সম্পর্কিত আরও খবর