ডিএসইতে প্রধান সূচক ১৭, সিএসইতে কমেছে ১০ পয়েন্ট

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 17:59:01

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমে শেষ হয়েছে সপ্তাহের চতুর্থ কার্যদিস বুধবারের (৮ মে) লেনদেন।

ফলে আবারও পতন প্রবণতায় ফিরেছে দেশের উভয় পুঁজিবাজার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৭ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ১০ পয়েন্ট।

অন্যদিকে, এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ৫০ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ২১ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেন শুরু হয় ১০টায়, এরপর প্রথম ১০ মিনিটেই ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৩০ মিনিটে সূচক ৭ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক নেতিবাচক হতে থাকে, এই সময়ে সূচক গত কার্যদিবসের চেয়ে ২ পয়েন্ট কমে। বেলা ১০টা ৫০ মিনিট থেকে সূচক ২২ পয়েন্ট কমে যায়। বেলা ১১টায় সূচক মাত্র ২৮ পয়েন্ট কমে যায়। আর বেলা সাড়ে ১১টায় সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে যায়। বেলা ১টা ৩০ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ২২ পয়েন্ট কমে। আর বেলা ২টায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ২৭২ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৫৮ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১৭ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ২০৬ এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারের দাম।

বুধবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আছে- ফরচুন সু, মুন্নু সিরামিকস, এস্কার নিটিং, আইবিপি, পাওয়ার গ্রিড, বাংলাদেশ শিপিং করপোরেশন, জেনেক্সিল, ন্যাশনাল ব্যাংক, এসএস স্টিল এবং লিগ্যাসি ফুটওয়্যার।

সিএসই

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১০ পয়েন্ট কমে ৯ হাজার ৮১৫ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৬৬ পয়েন্ট কমে ১৪ হাজার ২৯২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২১ পয়েন্ট কমে ১৬ হাজার ২০৯ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতে সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- ফারইস্ট ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, ইমাম বাটন, পূবালী ব্যাংক, এসএস স্টিল, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, আরামিট সিমেন্ট, স্ট্যান্ডার্ড সিরামিকস, ট্রাস্ট ব্যাংক এবং ফরচুন সু।

এ সম্পর্কিত আরও খবর