রমজানে পণ্যের দাম না বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-26 01:00:26

রমজানে নিত্য প্রয়োজনী দ্রব্যের মূল্য না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেছেন, ‘রমজান মাস পবিত্র মাস, আমরা সবাই সংযমের কথা বলি। সবকিছুতেই সংযম করা দরকার। যারা ব্যবসায়ী আছেন বছরের ১১ মাস তো ব্যবসা করলেনই। এবার বলেন, আসো রোজায় কমদামে তোমাদের জিনিসপত্র দেই।’

সোমবার (০৬ মে) বিকেলে ডিএনসিসি মেয়রের লবিতে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্থিতিশীল রাখা, খাদ্য দ্রব্যের গুণগতমান রক্ষা ও বাজার মনিটিরিং সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন,  ‘আগামী বছরগুলোতে আপনারা ডেকে বলবেন, আমরা এবার দাম বাড়াইনি। এই উল্টো পথে চলে দেখান, তখন আমরা বলব এবার দাম বাড়েনি। যদি এই বোধটুক জাগ্রত না হয়, তাহলে আইন করি আর যতই মনিটরিং ব্যবস্থা করি কিছুই হবে না।’

খুচরা বিক্রেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা বলে দিন কোন পাইকারি ব্যবসায়ী দাম বাড়ায়। আমরা কিন্তু কোনো অবস্থাতেই দাম বাড়াতে দেব না।’

ভেজাল মিশ্রণকারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘ভেজাল দেওয়া মানুষ হত্যার মতো অপরাধ। যারা ভেজাল দেন, তারা কিন্তু বড় অপরাধ করছেন।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মফিজুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এফবিসিআইয়ের প্রথম সহ-সভাপতি (এখনো দায়িত্ব নেননি) শেখ ফজলে ফাহিম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর