সরিয়ে দেওয়া হলো বিমানের এমডি মোসাদ্দিককে

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 06:18:51

বিমান বাংলাদেশে এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোসাদ্দিক আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছে l তার মেয়াদ শেষ হওয়ার এক মাস আগেই তাকে ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে বিমানের পরিচালনা পর্ষদের সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিমান সূত্রে জানা গেছে, আগামী ৩১ মে মোসাদ্দিক আহমেদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই তাকে সরিয়ে দেওয়া হলো।

এদিকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিমানের পরিচালক (ফ্লাইট অপারেশন্স) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিলকে। নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

মোসাদ্দিক ১৯৮৩ সালে বিমানের অ্যাসিসট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরিচালক পদে দায়িত্ব পালন শেষে অবসরে যান ২০১৫ সালে। পরিচালক পদে দায়িত্বপালনকালে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত এমডি পদেও দায়িত্ব পালন করেছেন তিনি। 

এ সম্পর্কিত আরও খবর