বন্ডেড ওয়্যার হাউজের অবৈধ ব্যবহারকারীদের ধরিয়ে দিন: সালমান

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 05:27:00

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘দেশের যেসকল ব্যবসায়ীরা বন্ডেড ওয়্যার হাউজের অবৈধ ব্যবহার করছেন, তাদের সবাই চেনে। এক ও দুই জনের জন্য দেশের ব্যবসায়ী কমিউনিটি ক্ষতিগ্রস্ত হবে, তা হতে পারে না। এদেরকে আইনের আওতায় আনার জন্য ব্যবসায়ীদের সহযোগিতা দরকার। এদের ধরিয়ে দিন।’

মঙ্গলবার (৩০ এপ্রিল) বঙ্গবন্ধু চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ী ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪০তম পরামর্শক কমিটির সভায় সালমান এফ রহমান এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘সরকার দেশের ব্যবসায়ীদের সব ধরণের সুবিধা দিতে চায়। কিন্তু সেটির সত্যিকারের ব্যবহার দেখতে চায় সরকার। অর্থাৎ রফতানি আয় বাড়াতে হবে।’

সালমান এফ রহমান বলেন, ‘আগামীতে গার্মেন্টস খাতের মতো অন্যান্য রফতানি খাতও ব্যাক টু ব্যাক এলসি ও বন্ড সুবিধা পাবে। তবে বন্ড সুবিধার অপব্যবহার রোধ করতে হবে। দেশের গামেন্টস রফতানি খাত বন্ডেড সুবিধা ও ব্যাক টু ব্যাক এলসি ব্যবহারের জন্য এ শিল্প আজ দাঁড়িয়ে গেছে। বিশ্বের গার্মেন্টস রফতানির একটা অবস্থা আছে বাংলাদেশের।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের বিশ্বব্যাংকের ব্যবসা সহজীকরণ সূচকে বাংলাদেশের বড় অগ্রগতি করতে হবে । আমি তা নিয়েই আছি, ইজ অফ ডুইং বিজনেস ও ওয়ান স্টপ সার্ভিস সেন্টার খোলা হয়েছে। এখন ওয়েব সাইটেই সবকিছু পাওয়া যাবে। আজ (৩০ এপ্রিল) বাংলাদেশের ইজ অফ ডুইং বিজনেসের রিপোর্ট জমা দেওয়া কথা আছে। গত বার আমরা এক্ষেত্রে ১৭৭তম অবস্থানে ছিলাম, এখন আশা করছি ১২৫ এ আসবে।’

এ সম্পর্কিত আরও খবর