পুঁজিবাজারে পতন ধারা অব্যাহত

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট ঢাকা বার্তা২৪.কম | 2023-08-24 02:49:13

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ এপ্রিল) সূচকের পতন ধারা অব্যাহত রয়েছে। দুপুর সোয়া ১২টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৫ পয়েন্ট। এছাড়া সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ৪২ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১০৮ কোটি ৮৬ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক কমে। লেনদেনের শুরু হয় সকাল ১০টা ৩০ মিনিটে, প্রথম ১০ মিনিটেই ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ০৯ পয়েন্ট কমে যায়। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ১২ পয়েন্ট কমে। তবে এরপর থেকে সূচক কমার প্রবণতা বাড়তে থাকে। বেলা ১১টায় সূচক কমে ১৮ পয়েন্ট। আর সাড়ে ১১টায় সূচক কমে ৩৫ পয়েন্ট। দুপুর পৌনে ১২টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ১৯৪ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করেছে এক হাজার ৮৩৮ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করেছে এক হাজার ২০৩ পয়েন্টে।

এদিন দুপুর পৌনে ১২টা পর্যন্ত ডিএসইতে ১০৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। গত কার্যদিবসে একই সময়ে ৯৯ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছিল।

দুপুর পৌনে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন দুপুর পৌনে ১২টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- জেনেক্সিল, ফরচুন সু, মুন্নু সিরামিকস, আইবিপি, ন্যাশনাল টিউবস, মুন্নু স্টাফলারস, বাংলাদেশ সাবমেরিন কেবল, ন্যাশনাল পলিমার, এক্সার নিটিং এবং স্টান্ডার্ড সিরামিকস।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৪২ পয়েন্ট কমে ৯ হাজার ৬৬৮ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২৯ পয়েন্ট কমে ১৪ হাজার ১৯৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮২ পয়েন্ট কমে ১৫ হাজার ৯৬৯ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা পৌনে ১২টা পর্যন্ত সিএসইতে ২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। গত কার্যদিবসে একই সময়ে ৯ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছিল।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- সোনার বাংলা ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ওএএল, ট্রাস্ট ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, সিয়াম টেক্স, সিলবা ফার্মা, অ্যাপেক্স ফুড, ফু-ওয়াং ফুড এবং সাইফ পাওয়ার।

এ সম্পর্কিত আরও খবর