সিটি ব্যাংক ‘সার্টিফিকেশন প্রোগ্রাম’ কোর্সের সনদ বিতরণ

ব্যাংক বীমা, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 08:20:27

সিটি ব্যাংকের মহিলা গ্রাহকদের জন্য বিশেষায়িত প্রোগ্রাম সিটি আলো’র ‘সার্টিফিকেশন প্রোগ্রাম’ কোর্সের সনদ বিতরণ করা হয়েছে। ১০ সপ্তাহ মেয়াদের এ প্রোগ্রামে ২৮ নারী (প্রথম ব্যাচে) অংশ নেয়।

এই প্রোগ্রামের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)।

সম্প্রতি রাজধানীর গুলশান এভিনিউয়ের স্কাইমার্কে সিটি আলো ফ্ল্যাগশীপ শাখায় সনদ বিতরণের আয়োজন করা হয়।

এ সময় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য প্রফেসর আতিক ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস ইউ আহসান, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, সিটি আলো উইমেন ব্যাংকিং প্রধান মারিয়া জাভেদ জুহিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই সার্টিফিকেশন প্রোগ্রামের মাধ্যমে ব্যাংকের মহিলা গ্রাহকরা আর্থিক খাত সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করার সুযোগ পায়। জানুয়ারি মাসের শুরুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রোগ্রামটি শুরু হয়েছিল। সিটি ব্যাংকের মহিলা গ্রাহকরা-ব্যবসায়ী, চাকরিজীবী, উদ্যোক্তা ও গৃহবধূ শ্রেণি বছরে চারবার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

 

এ সম্পর্কিত আরও খবর