ভবন ভাঙার বিষয়ে আবেদন করেনি বিজিএমইএ

পোশাক শিল্প, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-09-01 06:08:32

হাতিরঝিলের ভবন ভাঙার সময় বাড়াতে বিজিএমইএর পক্ষ থেকে আদালতের কাছে আর কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান।

বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর উত্তরায় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্মিত কমপ্লেক্সে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্থনৈতিক রিপোর্টারদের স‌ঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানিয়েছেন।

হাতিরঝিলের ভবন ভাঙার জন্য নতুন করে আদালতে সময় বাড়া‌নোর আবেদন করা হয়েছে কি না জান‌তে চাইলে বিজিএমইএ সভাপতি বলেন, ‘আমরা ভবন ভাঙার প‌ক্ষে। এ বিষ‌য়ে আদাল‌তে মুচলেকা দিয়েছি। আমি এখ‌নো বিজিএমইএ’র সভাপতি। আমা‌দের পক্ষ থেকে কো‌নো সময় বাড়া‌নোর আবেদন করা হয়‌নি। য‌দি কেউ সময় বাড়া‌নোর আবেদন ক‌রে থা‌কে তাহ‌লে তার বিরুদ্ধে আদালত যেন শাস্তিমূলক ব্যবস্থা নেন সেই দাবি করছি।’

সভায় বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি এস.এস. মান্নান (কচি), সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর